বঙ্গবার্তা ব্যুরো,
রঞ্জি কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের ৩১৫ রানের জবাবে হরিয়ানা পাঁচ উইকেটে ২৬৩ রান তুলেছে। প্রতিপক্ষের রান টপকে লিড নিতে হরিয়ানার প্রয়োজন আর মাত্র ৫২ রান। হাতে পাঁচ উইকেট। অপরাজিত উইকেটরক্ষক রোহিত শর্মা ২২,ও অনুজ থাকরাল ৫ রানে ক্রিজে রয়েছেন।
সকালে আট উইকেটে ২৭৮ রান নিয়ে খেলতে নেমে মুম্বই অলআউট হয়ে যায় ৩১৫ রানে। তানুষ কোটিয়ান ৮৫ রানে খেলা শুরু করে থামলেন সেঞ্চুরি থেকে তিন রান দূরে। ১৭৩ বলের ইনিংস সাজিয়েছেন ১৩টি বাউণ্ডারিতে। মোহিত অবস্থি অপরাজিত রইলেন ১৮ রানে। হরিয়ানার বোলারদের মধ্যে অনশুল কম্বোজ এবং সুমিত কুমার তিনটি করে উইকেট নিয়ে সবচেয়ে সফল।
মুম্বই বোলারদের সামলে হরিয়ানার ব্যাটাররা প্রথম থেকেই সফল। ওপেনার অঙ্কিত রাজেশ কুমার প্রতিপক্ষ বোলারদের সামলে ১৩৬ রানের ইনিংস গড়লেন ২১টি বাউণ্ডারিতে। আরেক ওপেনার লক্ষ দালাল আউট হন ব্যক্তিগত ৩৪ রানে। যশ নরেশ বরদান ৩৬, হিমাংশু রানা ৩, নিশান্ত সিন্ধু ২০ মিডল অর্ডারে বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ। তবুও হরিয়ানা দিনের শেষে সুবিধাজনক জায়গায় কারন অঙ্কিত রাজেশ কুমার। মুম্বই বোলারদের যে বলের যা প্রাপ্য তা মিটিয়ে প্রয়োজনীয় সময়ে সেঞ্চুরি করে গেলেন। মুম্বই দলে ব্যাটার এবং বোলারদের তালিকায় বড় নামের সারি। কিন্তু তারা দাগ কাটতে ব্যর্থ। শার্দূল ঠাকুর ৪৭ রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন। ব্যাট হাতে দলকে ভরসা দেওয়ার পরে শামস মুলানি এবং তানুষ কোটিয়ান দুটো করে উইকেট নিয়েছেন। তা সত্ত্বেত্ত দিনের শেষে অ্যাডভান্টেজ হরিয়ানা কারন অঙ্কিত রাজেশ কুমার।
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় হরিয়ানা
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-09-at-9.06.04-PM.jpeg)