চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাইরের দেওয়াল ক্ষতিগ্রস্ত, নিশ্চিত করল আইএইএ

বঙ্গবার্তা ব্যুরো,
রাশিয়ার ড্রোন হামলায় চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণের সুরক্ষা প্রাচীরে ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন নিশ্চিত করেছে যে সুরক্ষা ভবনের বাইরের দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেতরে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা যাচাইয়ের জন্য তদন্ত চলছে।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় যে চেরনোবিলের ক্ষতিগ্রস্ত চুল্লি থেকে রেডিও অ্যাক্টিভ নিঃসরণ বন্ধ করতে এবং সেটিকে বাইরের কোন ঝুঁকি থেকে রক্ষা করতে নির্মিত নিউ সেফ কনফাইনমেন্ট’তে একটি ড্রোন আঘাত করে। আই-এ-ই-এ’র ওয়েবসাইটে তাদের টিম জানায় যে তারা স্থানীয় সময় রাত ১:৫০ মিনিটে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
১৯৮৬ সালে এপ্রিল মাসে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ও আগুনে, চুল্লির ভবনটি ধ্বংস হয়ে যায় এবং পরিবেশে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে সঙ্গে সঙ্গে ৩১ জন প্রাণ হারান।তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ায় বিকিরণে আক্রান্ত হন বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনের প্রায় ৮৪ লক্ষ লোক। এবার কিয়েভ থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই চুল্লিতে ড্রোন হানার জন্য ইউক্রেন রাশিয়াকে দোষারোপ করলেও রাশিয়া তা অস্বীকার করেছে।