বঙ্গবার্তা ব্যুরো,
হাসিনা সরকারের পতনের পরেই ভারতের সঙ্গে যোজন দূরত্ব তৈরি করেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।তার বদলে সখ্যতা বেড়েছে পাকিস্তানের সঙ্গে।এবার অস্থির বাংলাদেশের সঙ্গে যোগসূত্র তৈরির পথে পা বাড়াল চিন। বাংলাদেশের প্রখ্যাত সংবাদমাধ্যমের খবর অনুযায়ী চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ আটটি রাজনৈতিক দলের নেতারা সোমবার রাতেই যাচ্ছেন চিনে। বাংলাদেশের বিভিন্ন দলকে সাহায্য করতেই বিএনপি-সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিএনপি ও সহযোগী সংগঠনের যে পাঁচজন নেতা এই দলে যাচ্ছেন তাঁরা হলেন কায়সার কামাল, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম, রাজিব আহসান ও নাছির উদ্দিন। বিএনপির পাশাপাশি অন্যান্য দলের যে আটজন নেতা যাচ্ছেন তাঁরা হলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান মো. শহিদুল ইসলাম, জাতীয় পিপলস পার্টির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, জাতীয় ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।