।। সহজ কর্মযোগ ।।

“অনাগত কর্মকে ডেকে না আনা এবং উপস্থিত কর্মকে মন দিয়ে ক’রে যাওয়াই কর্মের বন্ধন ক্ষয় করার উপায় । অনাগত কর্মকে ডেকে আনা মানে, এ কাজ করব, সে কাজ করব–এরূপ সংকল্প করা । তা করলেই যতদিন না সংকল্পিত কাজ শেষ করছেন, ততদিন নিস্তার নেই । কাজেই কর্মবন্ধন হতে সত্বর মুক্তি নেই । আর আগত কর্মও অবহেলা করতে নেই । কারণ, সেটাও তো পূর্ব সংকল্প জাত কর্ম । ওটাও মন দিয় ক’রে শেষ ক’রে ফেলতে হয় ; অবহেলায় জমা হয়ে থাকতে দিতে নেই, যত সত্বর করে ফেলা যায়, ততই বন্ধনটা সত্বর কাটে– এই হল কর্মের রহস্য।”
(অমিয়বাণী গ্রন্থ পৃঃ ৭৭)