জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত চিন্ময়কৃষ্ণের হয়ে মামলা লড়বেন বলে জানালেন তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষ

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এলেন বাংলাদেশের চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। ব্যারাকপুরে তাঁর ছেলের কাছে এসে বললেন, জীবনের শেষদিন পর্যন্ত চিন্ময়কৃষ্ণের পাশে থাকবেন। প্রসঙ্গত, জীবনের ঝুঁকি নিয়ে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে চট্টগ্রাম আদালতে মামলা করেছিলেন রবীন্দ্র। তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছিল কট্টরপন্থী আইনজীবীদের দ্বারা। তবে জীবনের শেষদিন পর্যন্ত তিনি ইসকনের সন্ন্যাসী চিন্ময়ের হয়ে সওয়াল করবেন বলে জানান রবীন্দ্র।

সোমবার চিকিৎসার প্রয়োজনে ব্যারাকপুরে ছেলের কাছে এসেছেন তিনি। দুর্ঘটনার কবলে পড়ে হাড়ে চোট পেয়েছিলেন ওই আইনজীবী। অস্ত্রোপচারের পর রুটিন চেকআপের জন্যই তিনি ভারতে এসেছেন।

 রবীন্দ্র এদিন বলেন, ‘মরতে ভয় পাই না। পালিয়ে যাওয়ার জন্য ভারতে আসিনি। চিন্ময়কৃষ্ণের হয়ে আবারও মামলা লড়ব।’

আগামী ২ জানুয়ারি আবারও চিন্ময়কৃষ্ণ মামলার শুনানি রয়েছে। প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইসকন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। ডিসেম্বরের শুরুতে চিন্ময়কৃষ্ণের মামলাটি আদালতে উঠলেও নিজের পক্ষে কোনও আইনজীবীকে পাননি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়। চট্টগ্রাম আদালতে চিন্ময়ের হয়ে মামলা লড়তে গিয়ে কট্টরপন্থী আইনজীবীদের একাংশের দ্বারা চরম হেনস্থার শিকার হয়েছিলেন রবীন্দ্র। শুনানিই সেদিন হয়নি। তাঁর মামলাটি এক মাস পিছিয়ে দেওয়া হয়।