
একটি খাবারের দোকানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল শিয়ালদহ স্টেশনের কাছে। শনিবার বিকেল চারটে নাগাদ একটি ফাস্ট ফুডের দোকানে হঠাৎই আগুন লেগে যায়। মূলত এগ রোল বা চিকেন রোলের ওই দোকানটিতে আগুন লাগার ফলে হুড়োহুড়ি শুরু হয়ে যায় সেখানে থাকা সাধারণ মানুষের মধ্যে। এমনিতেই শিয়ালদহ স্টেশন ব্যস্ততম এলাকা। তারওপর ওই জায়গায় বাজার, আদালত শপিংমল ও হাসপাতাল থাকাতে দৌড়তে শুরু করে দেন মানুষজন। দমকলে খবর দেওয়া হলে আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে চারটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল। এই ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শনিবার হওয়ার কারণে এদিন তুলনামূলক ভিড় কিছুটা কম থাকায় বড়সড় ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়া গেছে।