সারা ভারত আর্য্য মহাসভার কলকাতার কার্যালয় উদ্বোধন

উত্তর কলকাতার মানিকতলায় সারা ভারত আর্য্য মহাসভার কলকাতার কার্যালয় উদ্বোধন হলো আজ। উপস্থিত ছিলেন দলের সভাপতি বিভাস চন্দ্র অধিকারী, প্রাক্তন বিচারপতি দীপক সরকার, স্বামী পরমাত্মা নন্দ মহারাজ, শুভ্রজিৎ পালিত প্রমুখ।মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের ঠিক উল্টো ফুটপাতে এই নতুন কার্যালয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন বহু গুণী জন ও ব্যক্তি বর্গ।