কালীঘাটের কাকুর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকুর’ আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। সিবিআই গ্রেফতার করতে পারে এই আশঙ্কায় আগাম জামিনের আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয়। সোমবার সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।কিছুদিন আগেই ইডির মামলায় জামিন পেয়েছিলেন কালীঘাটের কাকু। তবে সিবিআইয়ের মামলায় অস্বস্তি থেকে গেল তাঁর।এদিন নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলার শুনানি হয়েছে। সিবিআইয়ের মামলায় আগে অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত না থাকলেও ইডির মামলায় ভার্চুয়ালি হাজিরা দেন সুজয়। জেল হাসপাতাল থেকেই তিনি ভার্চুয়ালি হাজিরা দেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির মামলায় ইডি এবং সিবিআই দুই সংস্থায় তদন্ত চালাচ্ছে। প্রাথমিকের নিয়োগ মামলায় ইডিই তাঁকে গ্রেফতার করেছিল। এবার সিবিআই তাঁকে হেফাজতে নিতে চাইছে। এই অবস্থায় নতুন করে যাতে গ্রেফতার না হন তাই হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানান সুজয়। সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে নিম্ন আদালত থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। যার অর্থ তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ফলে তাঁকে যে কোনও মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের হেফাজতে নিতে পারে।