বঙ্গবার্তা ব্যুরো,
কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় নর্দমা সাফাই করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় কুম্ভমেলার কথা টেনে সাফাই দিলেন মেয়্রর ফিরহাদ হাকিম। এদিন তিনি ঘট্নাস্থল পরিদর্শনে যান। মেয়র জানিয়েছেন, কীভাবে- কী হল তা তদন্ত করে দেখা হবে। ইঞ্জিনিয়াদের পাঠানো হয়েছে। তিন জনের মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা । তিনি বলেন আমরা ওই পরিবারগুলির পাশে থাকব।
এরপরেই মেয়র কুম্ভমেলার সম্প্রতিক পদপিষ্টের ঘটনার প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন আমরা বিজেপির মতো মৃত্যুর ঘটনা চেপে রাখি না। আমরা লাশ গঙ্গায় ভাসিয়েও দিই না।
রবিবার সকালে লেদার কমপ্লেক্সের ভিতর সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অথরিটির অধীনে সাফাই কাজ হচ্ছিল। প্রথমে এক সাফাই কর্মীকে ট্যানারির বর্জ্য সাফ করার জন্য নামানো হয়। অনেকক্ষণ পরেও সে না ওঠায় তার খোঁজে নামেন আরও দু জন। তিন জনই তলিয়ে যান। তলিয়ে যাওয়া তিন কর্মীকে ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার বলে চিহ্নিত করা হয়েছে। পরে ডুবুরি নামিয়ে এই তিন কর্মীর দেহ উদ্ধার করা হয়।
যাঁরা এই ঘটনা দেখেছেন, তাঁদের বক্তব্য নালায় রাসায়নিক বর্জ্য ছিল। তীব্র গন্ধ আসছিল। এদিকে পুর কর্তৃপক্ষের বক্তব্য, এই সাফাই কর্মীরা অনেক সময়ই নিরাপত্তা বিধি মানতে চান না। কোনও রকম সুরক্ষা ছাড়াই তাঁরা নর্দমায় নেমে যান।
প্রশ্ন উঠছে যেখানে আইন আছে এই ধরণের কাজ আর মানুষ দিয়ে করানো যাবে না এবং দেশের শীর্ষ আদালতও সম্প্রতি এই নিয়ে কড়া নির্দেশ জারি করেছে তারপরেও এই ধরণের ঘটনা ঘটে কীভাবে।
ম্যানহোল কাণ্ডে ফিরহাদের কুম্ভ তির
