আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চাইল সিবিআই

তিলোত্তমা মামলার সাক্ষ্যগ্রহণ শুক্রবার শেষ হল শিয়ালদহ আদালতে। সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হতেই আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির অর্থাৎ ফাঁসির আবেদন করল সিবিআই।
জানা যাচ্ছে, শুক্রবার শেষ হয়েছে সাক্ষ্যগ্রহণ পর্ব। মোট ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষ হতে সিবিআই শিয়ালদহ আদালতে বিচারকের কাছে অভিযুক্ত সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আর্জি জানিয়েছে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যা রয়েছে তাতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এমনটাই আদালতে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী।
প্রসঙ্গত, ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ। ধর্ষণ নয়, গণধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে। ওই ঘটনায় ব্যাপক আন্দোলন হয় গোটা দেশ জুড়ে।