কলকাতার ৮টি বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ আদালতের

সরকারি জায়গা দখল বা বেআইনি নির্মাণ নিয়ে বার বার সোচ্চার হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তার পরেও শহর ও শহরতলীতে বন্ধ হয়নি বেআইনি নির্মাণ।এবার খোদ কলকাতার ৮টি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ওই সব বেআইনি নির্মাণের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে বাড়ির বিদ্যুৎ এবং পানীয় জলের পরিষেবা অবিলম্বে বন্ধ করারও নির্দেশ দিয়েছে আদালত। দ্রুত এই নির্দেশ পালন করতে হবে বলে জানান ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি। কোর্টের নির্দেশ কার্যকর করার দায়িত্ব কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং সিইএসসি-কে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মানা হয়েছে কিনা তা ২৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন রিপোর্ট দিতে বলা হয়েছে কলকাতা পুরসভাকে।
জানা গিয়েছে, উত্তর কলকাতার কেশবচন্দ্র স্ট্রিটের ৬টি, রাজা রাজনারায়ণ স্ট্রিট এবং গিরিশ বিদ্যারত্ন লেনের একটি করে নির্মাণ নিয়ম না মেনে তৈরি করা হয়েছে। ওই বেআইনি বাড়িগুলোর বিরুদ্ধে মামলা হয়। তবে কেশবচন্দ্র স্ট্রিটের একটি বাড়ি ভাঙার উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে বলে জানা গিয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, ওই বাড়িগুলির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার পরই বেআইনি নির্মাণ দ্রুত ভেঙে ফেলতে হবে।