
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। দুর্নীতি মামলার দুই অভিযুক্ত নীলাদ্রি দাস এবং আব্দুল খালেকের মালদহ এবং উত্তরপ্রদেশের নয়ডার প্রায় ৮ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। আব্দুল এই মামলায় অন্যতম এজেন্ট ছিল। নীলাদ্রি একটি সংস্থার কর্তা ছিল। তার সংস্থার উপরই নিয়োগ সংক্রান্ত পরীক্ষার দায়িত্ব ছিল। ওএমআর শিট বিকৃত করা এবং নম্বর হেরফের করার অভিযোগও ওঠে নীলাদ্রির বিরুদ্ধে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের নয়ডায় নীলাদ্রি ‘এনডি ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা খুলেছিল, যার মাধ্যমে ওএমআর শিট বিকৃত করা হয়েছে। দাবি কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের।
এই মামলায় এখনও পর্যন্ত বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা। আগেই ২৩০ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।