
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার পোস্তা থানার পুলিশ তরুণ তিওয়ারি নামে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে। জানা গিয়েছে, সচিন পালিত নামে এক যুবকের কাছ থেকে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন। অভিষেকের সঙ্গে তাঁর ছবি দেখিয়ে তরুণ ওই যুবককে বলেন তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ। হাওড়ার লিলুয়ার ব্যবসায়ী ওই যুবকের মনোহরপুকুর রোডে একটি অফিস রয়েছে। বড়বাজার এলাকায় সচিনের একটি ব্যবসা সংক্রান্ত মামলা চলছে। অভিষেকের সঙ্গে ছবি দেখিয়ে তৃণমূলের সাসপেন্ডেড ওই নেতা সেই সমস্যা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সচিনের কাছ থেকে ৬ লক্ষ টাকা নেন বলে অভিযোগ। একসময় তৃণমূলের সম্পাদক তরুণকে অবশ্য দল থেকে আগেই সাসপেন্ড করেছিল। তারপরও সে একের পর এক বেআইনি কাজ করছিলেন বলে অভিযোগ। সম্প্রতি ওই ব্যবসায়ী পোস্তা থানায় অভিযোগ দায়ের করলে তরুণের দুই সঙ্গী রাহুল পুরোহিত ও রাহুল সিং নামে দুজনকে গ্রেফতার করে।