এবার মুজিবরের নামাঙ্কিত যমুনা নদীর সেতুর নাম পরিবর্তন করতে চলেছে ইউনূস সরকার

একদিকে হিন্দু নিধন অপরদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা অব্যাহত বাংলাদেশে। একযোগে জামাত, বিএনপি এবং কট্টরপন্থীরা সম্মিলিত হয়ে অত্যাচার চালাচ্ছে। বাদ যাচ্ছেন না পুরুষ-মহিলা কেউই। শুধু তাই নয়, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতার পিছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি ছিল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানেরও একের পর এক স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের আমলে যা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করার পরপরই বাংলাদেশে মুজিবরের একের পর এক স্মৃতি নষ্ট করা হয়েছে। এবার বাংলাদেশের যমুনা নদীর ওপর নবনির্মিত রেলওয়ে সেতুটির নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম বদলে কী নাম করা হচ্ছে তা অবশ্য এখনও ঠিক হয়নি।
শুক্রবার সকালে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় সেতুর পশ্চিমপাড় পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এই সেতুর নতুন করে উদ্বোধন করব।’ এমনিতেই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের খামখেলিপনায় বিরক্ত সে দেশের একটা বড় অংশ।
এদিকে এদিনই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যু হয়েছে। এক সময় আইনজীবী ছিলেন আরিফ। যিনি একসময় কলকাতা হাই কোর্টেও ওকালতি করেছিলেন বলে জানা গিয়েছে।