কুন্ডলিনীর আহুতি গ্রহণ

অমৃত কথা

ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরের কোণের ঘরটিতে থাকতেন, প্রায় সময়েই শ্রীমা সারদা রাতের খাবারটি নিজের হাতে ঠাকুরকে খাইয়ে দিয়ে আসতেন।

তেমনই এক রাত্রে মা ঠাকুরকে খাইয়ে দিচ্ছিলেন। সহসা মুখের সামনে গরস নিয়ে যেতেই মা অনুভব করলেন, ঠাকুরের মুখ থেকে যেন কি একটা বেরিয়ে গ্রাসটা মুখে নিয়েই আবার ঢুকে গেল। হতচকিত হয়ে মা কিছুক্ষণ বসে থেকে আবার যখন গরস মুখের সামনে আনলেন, তখনও একই ঘটনার পুনরাবৃত্তি। মা কিছুটা ভীত হয়ে এবারে মুখ সামনে এনে যখন দেখার চেষ্টা করলেন, তিনি দেখলেন অবিকল একটা সাপের মত মুখবিশিষ্ট প্রাণী বারবার ঠাকুরের মুখের ভেতর থেকে কিছুটা বেরিয়ে খাদ্যপিণ্ড মুখে নিয়েই আবার মুখের ভেতর ঢুকে যাচ্ছে।

মা ত্রস্ত হয়ে উঠলেন। ঠাকুর আঁচ করতে পেরে বললেন, ভয় নেই। যোগশাস্ত্রে আছে, যোগীরা আহার করেন না। আহার করেন তাঁদের ভেতর জেগে থাকা কুন্ডলিনী। তুমি সেই শক্তিরূপা কুন্ডলিনীকেই দেখেছ।