পীযূষ চক্রবর্তী,
জাল নোট সহ একজনকে গ্রেফতার করল সিআইডি। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে হানা দিয়ে রতন সরকার নামে একজনকে গ্রেফতার করেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। মালদহের বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা ওই জাল নোট পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার টাকা। সিআইডি সূত্রে জানা গিয়েছে, কলকাতার উদ্দেশ্যে ওই জাল নোট এনেছিল রতন নামে ওই পাচারকারী। সেই খবর আগে থেকে ছিল গোয়েন্দাদের কাছে। সেইমতো তারা মধ্যমগ্রামে ওত পেতে ছিলেন। রতন সেখানে আসামাত্রই তাকে গ্রেফতার করেন সিআইডির বিশেষ অপারেশন গ্রুপের অফিসাররা। দীর্ঘদিন ধরেই জাল নোট কারবার একপ্রকার বন্ধই হয়ে গিয়েছিল। সম্প্রতি ফের শুরু হয়েছে পাচার প্রক্রিয়া। মালদহের কালিয়াচক ও বৈষ্ণবনগর এই দুটো জায়গা দেশের মধ্যে অন্যতম জাল নোট তৈরির জায়গা। পুলিশের ধরপাকড়ে মাঝে জাল নোট কারবার বন্ধ থাকলেও ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে পাচারকারীরা।
মধ্যমগ্রামে জাল নোট সহ গ্রেফতার পাচারকারী
