বঙ্গবার্তা ডেস্ক: বীরভূমের পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হল। সরিয়ে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কেও। নির্দেশিকা জারি হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বালি খাদান নিয়ে আগেই উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।প্রশাসনিক বৈঠকে বীরভূম নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই সরিয়ে দেওয়ার নির্দেশিকা।