রেশন দুর্নীতি মামলা জ্যোতিপ্রিয়র অ্যাকাউন্ট্যান্ট সহ গ্রেফতার তিন

রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার জড়িত থাকার অভিযোগে জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চাটার্ড অ্যাকউন্ট্যান্ট সহ তিনজনকে গ্রেফতার করেছে ইডি। ধৃতদের মধ্যে দুজন চালকল মালিকও রয়েছে। জানা গিয়েছে, সোমবার তাদের নোটিস দিয়ে ডাকা হয়েছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ওই তিনজনকে।
তদন্তকারীরা জানান, সোমবার তাঁদের বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু অনেক প্রশ্নেরই সঠিক জবাব দিতে পারেননি তাঁরা। এর পরেই তাঁদের গ্রেফতার করা হয়।
ধৃতদের মধ্যে শান্তনু ভট্টাচার্য ছিলেন জ্যোতিপ্রিয়র চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। ইনিই জ্যোতিপ্রিয়র বিভিন্ন সংস্থার দেখভাল করতে। গ্রেফতার হওয়া বাকি দুই চালকল মালিক হৃতেশ চন্দক ও সুব্রত ঘোষকে টাকার বিনিময়ে বহু সুযোগ সুবিধা দিয়েছেন।