এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার কালীঘাটের কাকু 

দীর্ঘ টালবাহানার পর অবশেষে আদালতের নির্দেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে পেল সিবিআই। মঙ্গলবার ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র জেল থেকে বেরোনো মাত্র তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শনিবার পর্যন্ত তাঁকে হেফাজতে পেয়েছে সিবিআই। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি। কিছুদিন আগেই আদালতের নির্দেশে তিনি জামিন পান। তবে তাঁকে হেফাজতে পেতে আদালতে আবেদন করেছিল সিবিআই। সেই মামলায় কলকাতা হাই কোর্ট জানিয়ে দিয়েছিল কালীঘাটের কাকুকে হেফাজতে নিতে কোনও সমস্যা নেই সিবিআইয়ের। এদিন জেল থেকে বেরোনোর পরই সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে নিয়োগ মামলায় সুজয়ের গ্রেফতারি নিয়ে কম নাটক হয়নি। কোর্টে হাজিরা থেকে নিজেকে মুক্ত রাখেন। একাধিক বার তিনি আদালতে হাজিরা দেননি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে তাঁর আসল পরিচয় জানতে পারেন তদন্তকারীরা। তাঁকে গ্রেফতার করে ইডি। তবে কয়েকদিন আগেই সেই মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। অন্যদিকে তাঁকে হেফাজতে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল সিবিআই। আদালতে আবেদনও করেছিল তারা। কালীঘাটের কাকুর দুর্বুদ্ধিতে তাঁকে হেফাজতে নিতে ব্যর্থ হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নিয়ম অনুযায়ী, হেফাজতে পেতে গেলে অভিযুক্তকে সশরীরে হাজিরা দিতে হয়। কিন্তু পরপর তিনবার অসুস্থ বলে হাজিরা এড়িয়ে গ্রেফতারির হাত থেকে নিজেকে রক্ষা করেন সুজয়কৃষ্ণ। অবশেষ এদিন গ্রেফতার করা হল তাঁকে।