
সেচ দফতরে চাকরি দেওয়ার
নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ১২ লক্ষ টাকা নিয়ে চাকরির ভুয়ো কাগজপত্র বানিয়ে দিয়েছিল ধৃতরা। পরে সেচ দফতরে যোগাযোগ করে লোকজন জানতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। এরপর বনগাঁ থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তিনজনকে সোমবার রাতে গ্রেফতার। অভিযুক্তদের মধ্যে একজন সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং রআর একজন সুপারভাইজার রয়েছেন।
ধৃতদের নাম মোহর আলি মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল ও সম্রাট চন্দ্র। ধৃতদের বাড়ি বনগাঁ, অশোকনগর ও হাবরায়। অভিযোগ, বিশ্বজিৎ ও সম্রাট দীর্ঘদিন ধরেই চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালাচ্ছেন বলে জেনেছেন তদন্তকারীরা।