আরজি কর মামলার শুনানি চলাকালীন বিতর্কে জড়াল সিবিআই ও মৃত চিকিৎসকের পরিবারের লোকজন

আরজি কর হাসপাতালের ধর্ষিতা ও খুন হওয়া মহিলা চিকিৎসকের পরিবার সিবিআইয়ের সঙ্গে তর্কে জড়াল। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর রায়ের এজলাসে মামলাটির শুনানি ছিল। সিবিআই তদন্তের উপর অসন্তোষ প্রকাশ করে হাই কোর্টে আবেদন করেছিলেন ওই চিকিৎসকের পরিবারের লোকজন। সেই মামলার শুনানি এদিন হলে সিবিআইয়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন খুন হওয়া চিকিৎসকের পরিবারের সদস্যরা। সরাসরি সিবিআইকে মিথ্যাবাদী তকমা দেন তাঁরা। সিবিআই অবশ্য মৃতের পরিবারের সদস্যদের আনা অভিযোগককে গুরুত্ব দিতে নারাজ।
সিবিআইয়ের তরফে এদিন হাই কোর্টে জানানো হয়, সুপ্রিম কোর্টের নজরদারিতেই তারা আরজি কর-কাণ্ডের তদন্ত করছে। মৃতের পরিবারের আইনজীবীকে তখন হাই কোর্টের বিচারপতি জানান, মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই অবস্থায় পরিবারের কী আবেদন সেটি খতিয়ে দেখতে পারে তাঁর এজলাস।
এদিকে সিবিআইয়ের বক্তব্য শোনার পর ক্ষোভে ফেটে পড়েন মৃত চিকিৎসকের পরিবারের লোকজন। আদালতে তাঁদের আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন, সুপ্রিম কোর্ট কোনও নজরদারি করেনি। শীর্ষ আদালতের কোনও নির্দেশে এমন কথা বলা হয়নি।
এদিন মৃতের বাবা বলেন, ‘মেয়ের ধর্ষণ এবং খুনের মামলায় সুবিচারের জন্য যত দূর যাওয়ার দরকার, তাঁরা যাবেন। আমাদের জীবনের একটাই লক্ষ্য, যে কোনও ভাবে সুবিচার আদায় করা। সিবিআই ও মৃতের পরিবারের বক্তব্য ফারাকের জন্য এই মামলার মাত্রা যে আগামিদিন অন্য মাত্রা নেবে তা বলাই বাহুল্য।