আরজি করের মৃত চিকিৎসকের পরিবারের বক্তব্য শুনতে নারাজ হাই কোর্ট

সিবিআই তদন্তের উপর অসন্তুষ্ট প্রকাশ করে কিছুদিন আগেই হাই কোর্টে আবেদন করেছেন আরজি কর হাসপাতালের খুন ও ধর্ষণ হওয়া মহিলা চিকিৎসকের পরিবার। সেই মামলার শুনানি মঙ্গলবার হচ্ছে। তবে ওই মামলা শুনতে নারাজ বিচারপতি তীর্থঙ্কর রায়। এদিন নির্যাতিতার পরিবারের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, দেশের সর্বোচ্চ আদালত এই মামলা দেখছে। এখন কেন আপনার বক্তব্য শুনব? তবে এই লেখা পর্যন্ত ওই মামলার শুনানি শেষ হয়নি। নির্যাতিতার পরিবারের আইনজীবী হাই কোর্টে অতিরিক্ত হলফনামা দেওয়ার কথা জানালে বিচারপতি জানতে চান, হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে তাঁদের কী আবেদন ছিল। পরিবারের তরফে জানানো হয়, ডিভিশন বেঞ্চে উপযুক্ত তদন্তের আবেদন জানানো হয়েছিল। ডিভিশন বেঞ্চ থেকেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। একথা শোনার পর বিচারপতি জানিয়ে দেন, মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে রয়েছে তাই এই মামলার বিষয়ে তিনি কিছু শুনতে চান না।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে নির্যাতিতা চিকিৎসকের বাবা দাবি করেছিলেন, সিবিআই তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি। অথচ আদালতে দাবি করেছে তারা নিয়মিত মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। কারণ একটি শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছিল, আরজি করের ওই চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে যেন তারা নিয়মিত যোগাযোগ রাখে। সুপ্রিম কোর্টে সিবিআই দাবি করেছিল তারা মৃত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে। যদিও ওই চিকিৎসকের বাবা-মা স্পষ্ট আদালতকে জানান তাঁদের সঙ্গে কোনও যোগাযোগই রাখেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আদালতে তারা মিথ্যা কথা বলছে।
এরপরই সিবিআই তদন্তের উপর অনাস্থা দেখিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন মৃতের বাবা। একইসঙ্গে তিনি দাবি করেন সিবিআই তথ্য গোপন করছে। তবে এদিন হাই কোর্টের বিচারপতি ওই আবেদন শুনতে নারাজ বলাই স্বাভাবিকভাবে নিজের পরিবার কিছুটা ভেঙে পড়েছে।