স্যালাইন কাণ্ডে এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়া রেখা ফিরলেন বাড়ি

পীযূষ চক্রবর্তী

স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতি রেখা সাউ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। ১৬ দিন পর এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্বামী ও শাশুড়ির সঙ্গে বৃহস্পতিবার বাড়ি ফিরলেন। মেদিনীপুর হাসপাতালে ভর্তি হওয়ার পরই রেখাকে স্যালাইন দিতে হয়। তারপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। শিশু সন্তানের জন্ম দেওয়ার পর আরও অসুস্থ হয়ে পড়েন রেখা। তাকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তার সঙ্গেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরও চার প্রসূতি। একজন প্রসূতির মৃত্যুও হয়। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রেখার সদ্যোজাত সন্তানেরও।
এদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেও তার চোখে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় ধরা গলায় রেখাকে বলতে শোনা যায়, সবাই সন্তান নিয়ে যাচ্ছে। কিন্তু আমায় খালি হাতে ফিরতে হচ্ছে। চোখ দিয়ে সেই সময় জল ঝরতে থাকে। স্যালাইন কাণ্ডের তদন্ত শুরু করেছে সিআইডি। ইতিমধ্যেই বেশ কয়েকজন চিকিৎসক ও হাসপাতালের সুপারকে জেরাও করেছেন গোয়েন্দারা।