জাল পাসপোর্ট কাণ্ডের মাথাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

অবশেষে পুলিশের জালে পাসপোর্ট কাণ্ডের মূল অভিযুক্ত। শনিবার গভীর উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে মনোজ গুপ্ত নামে ওই চাঁইকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও মনোজ দিন দুয়েক আগেই উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকছিল। সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাল পাসপোর্ট কাণ্ডের মাথা ছিল মনোজ। একটি চক্র তৈরি করে সে এবং তার শাগরেদরা ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিত। ইতিমধ্যেই কলকাতা পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।। তাদের জেরা করেই মনোজের নাম উঠে আসে। পুলিশের কাছে ধৃতেরা স্বীকার করে, মোটা টাকার বিনিময়ে তারা মনোজের অধীনে কাজ করত। পুলিশ জানিয়েছে, মনোজের বাড়ি ঠাকুরপুকুর থানার শীলপাড়া এলাকায়। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে তার নাম উঠে এলে পুলিশ তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। কিন্তু মনোজের সন্ধান পেতে ব্যর্থ হয় পুলিশ। অবশেষে শনিবার রাতে তাকে পাকড়াও করা হয়। গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ধরা হয় তাকে।
স্থানীয় সূত্রে খবর, গাইঘাটার ঢাকুরিয়া এলাকার যে বাড়ি থেকে মনোজকে গ্রেফতার করা হয়েছে, সেই বাড়িতে দু’দিন আগেও আশ্রয় নিয়েছিল সে। ওই ঠিকানায় এক মহিলার কাছে থাকছিলেন মনোজ। যদিও ওই মহিলা মনোজকে চেনেন না বলে দাবি করেছেন।