
বেআইনি অস্ত্র ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার নারায়ণপুর থেকে মেহতাব আলম নামে বিহারের বাসিন্দা ওই অস্ত্র বেআইনি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেমি অটোমেটিক পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ। পুলিশ জানিয়েছে, মেহতাব একজন আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ী। বিহারের ভাগলপুরের বাসিন্দা ওই অস্ত্র ব্যবসায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অস্ত্র সাপ্লাই করত। এবার সে বিহার থেকে অস্ত্র এনে কলকাতা সংলগ্ন এলাকায় বিক্রির পরিকল্পনা করেছিল। তবে শিকে ছিঁড়ল না। তার আগেই তাকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা।
মেহতাবের কাছ থেকে কে বা কারা অস্ত্র কিনতেন তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। সম্প্রতি মুর্শিদাবাদ, ক্যানিং থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। অসম ও জম্মু-কাশ্মীরের পুলিশ এরাজ্য থেকে একাধিক জঙ্গিকে গ্রেফতার করেছে। কাশ্মীরের জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে। এই অবস্থায় বর্ষবরণের আগে বিহার থেকে বাংলায় আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে বেআইনি অস্ত্র কারবারির গ্রেফতারির বিষয়টি যথেষ্ট ভাবাচ্ছে তদন্তকারীদের।