
ফের শহরে তোলাবাজির অভিযোগ। এবার মদের টাকা না পেয়ে পাড়ার ছেলেদের মারধরের অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দমদমে। মার খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত দুই যুবক।
জানা গিয়েছে, অফিস থেকে বাড়ি ফিরছিলেন দুই যুবক দমদমের মধুগড় এলাকার বাসিন্দা শ্রীতম চট্টোপাধ্যায় ও সানি সিং। সেই সময় রাস্তায় তাঁদের আটকায় দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবীর পালের কয়েকজন অনুগামী। ওই দুজনের কাছে মদ্যপানের জন্য টাকা চায়। শ্রীতম ও সানি টাকা দিতে অস্বীকার করলে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ, রিভলবার, লোহার রড দিয়ে তাঁদের হামলা করা হয়। আহত হন সানি ও শ্রীতম। রিভলবার দিয়ে মেরে সানির মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শ্রীতমকেও বেধড়ক মারধর করা হয়। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নাগেরবাজারের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে দুজনের মাথায় বেশ কয়েকটি সেলাই করতে হয় বলে জানা গিয়েছে।
অভিযুক্ত বাপ্পা, গোপাল ঘোষ, উত্তম ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নাগের বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তদের পরিবারের লোকজন।
এই ঘটনার পর ফের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।