
দুই বাংলার মানুষের ভাষা, পোশাক, খাওয়া- দাওয়া, পছন্দ এমন বহু ক্ষেত্রে মিল রয়েছে।
ওপার বাংলার পরিস্থিতি জটিল হলেও সে দেশ থেকে এদেশে আসার অনুমতি সম্পূর্ণ বন্ধও করেনি দিল্লী। আর সেই সুযোগে
পাশ পোর্ট ভিসা নিয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় খুব সহজেই ঢুকে পড়ে নীরব কার্য কলাপ চালাচ্ছে কোনো কোনো মানুষ। এই সহজে ঢোকার রাস্তা অবিলম্বে বন্ধ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বুঝতে পারছে বাংলার পুলিশ। তাই এবার নড়েচড়ে বসেছে উপর মহলের আধিকারিকরা। কারণ দেরীতে হলেও বুঝতে পারছেন কিছু একটা ঘটে গেলে তারা রেহাই পাবে না। তাই পাসপোর্ট দেবার ক্ষেত্রে যাতে কোনো শিথিলতা না থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রের কাছে আবেদন করছে রাজ্য।
সীমান্তবর্তী জেলা গুলিতেও বিএসএফ এর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা আরো জোরদার করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন রাজ্য পুলিশের মহা নির্দেশক রাজীব কুমার। রবীবার ছুটির দিনেও সাংবাদিক সম্মেলনে তিনি বলেন পরিস্থিতি
নিয়ে উদ্বিগ্ন হবেন না। আর রাজ্যের মানুষের সতর্ক দৃষ্টির উপরেও ভারিসা করছে পুলিশ।
কিন্তু নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকে এদেশে আসার ক্ষেত্রে এবং পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানান ডিজি রাজীব কুমার।