পীযূষ চক্রবর্তী
ছুটির দিনে মেট্রোয় ঝাঁপ। বৃহস্পতিবার নেতাজি জন্ম জয়ন্তীতে কবি নজরুল মেট্রো স্টেশনে ঝাঁপ দেন এক জন। লাইনে পড়ে ঝলসে যায় তার গোটা শরীর। যার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা ব্যাহত হয়। এদিন বিকেল ৪টে ২৮ মিনিট নাগাদ একটি মেট্রোর সামনে ঝাঁপিয়ে পড়েন একজন। কবি নজরুল স্টেশনের আপ লাইনে ঝাঁপ দিলে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ওই সময় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করে। এদিন ছুটি হওয়ার কারণে যাত্রী সংখ্যা তুলনামূলক কম ছিল। তবে ছুটির দিন উপলক্ষে অনেক মানুষই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে মেট্রো স্টেশনে এসেছিলেন।
লাইনে ঝাঁপ দেওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন রেলের কর্মীরা। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর পরিষেবা স্বাভাবিক হয়।
অন্যদিকে এদিন সকালে রবীন্দ্র সরোবর এলাকায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয় ওই এলাকায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। রোগভোগের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।