Published by Subrata Halder, 18 June 2025, 11:19 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, রমিত সরকার ও অনির্বাণ বৈঠা
নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে ভোট গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি। পানিঘাটা উমা দাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে ডিসিআরসি সেন্টার। সকাল থেকেই কেন্দ্রে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি। ভোটকর্মীদের থার্মাল স্ক্রিনিংয়ের পর দিয়ে দেওয়া হয়েছে ভোট গ্রহণের যাবতীয় সামগ্রী।
১৯ জুন অনুষ্ঠিত হতে চলা এই উপনির্বাচনের আগে গোটা কালীগঞ্জ বিধানসভা এলাকাজুড়ে কড়া নিরাপত্তা।
১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ১৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায়, যেখানে উপনির্বাচন হচ্ছে। এই বিধানসভা এলাকায় মোট ১৫ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১ টি রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে, একটি করে রয়েছে বিজেপি ও সিপিএমের হাতে। ডিসিআরসির বাইরেও রয়েছে নজরদারি। প্রার্থীরাও শেষ মুহূর্তের প্রস্তুতিতে কর্মীদের নির্দেশ দিচ্ছেন। উপ নির্বাচনে বিজেপির প্রার্থী আশিষ ঘোষ, তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ এবং সিপিএম ও কংগ্রেস জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। তিন প্রার্থীই জয়ের আশা করছেন।
কালীগঞ্জ বিধানসভা এলাকার মোট ভোটার সংখ্যা ২,৫২,৬৭০ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৩০,৩৬৩ এবং মহিলা ভোটার ১,২২,৩০৩ জন। এছাড়া অন্যান্য হিসেবে নথিভুক্ত রয়েছেন ৪ জন। বিধানসভায় মোট ৪৫টি আসনের মধ্যে বর্তমানে ৩৮টি তৃণমূল কংগ্রেসের দখলে, ৫টি সিপিএমের এবং ২টি রয়েছে বিজেপির হাতে। ২৩ শে জুন, হবে ফল প্রকাশ হবে। রাজ্যের নির্বাচন কমিশনের দফতর থেকে কাল উপনির্বাচনের প্রতি মুহূর্তের আপডেট দেবার ব্যবস্থা করেছে কমিশন।