পাঁচবেড়িয়ার রাস্তা হার মানাবে দিঘিকে, চরম দুর্ভোগে মানুষ

Published by Subrata Halder, 18 June 2025, 11:21 p.m.

বঙ্গবার্তা ব্যুরো, রমিত সরকার
নদীয়া জেলার আড়ংঘাটার সলুয়া গেট থেকে পাঁচবেড়িয়া স্টেশন পর্যন্ত রাস্তা যেন এখন আর রাস্তা নেই, রীতিমতো ছোটখাটো দীঘি। মেঘলা আকাশ আর টিপটিপ বৃষ্টির মধ্যে সেই দৃশ্য যেন সত্যিই ভুলিয়ে দেয় এটা কি পথ, না কি কোন দীঘির ধার।
২০২১ সালের ২রা ফেব্রুয়ারি ঘটা করে শুরু হয়েছিল রাস্তা সংস্কার কাজ। কিন্তু দুবছর পেরোতেই সেই রাস্তার বেহাল অবস্থা। রাস্তা জুড়ে অসংখ্য গর্ত, বর্ষার জলে তা পরিণত হয়েছে ডোবায়। আর দুর্ঘটনা নিত্যসঙ্গী।
স্থানীয় মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তা। রানাঘাট হাসপাতালে রোগী নিয়ে যাওয়া, পাঁচবেড়িয়া আইটিআই কলেজে ছাত্রছাত্রীদের যাতায়াত, কিংবা ট্রেন ধরতে পাঁচবেড়িয়া স্টেশনে পৌঁছানো সবকিছুই নির্ভরশীল এই রাস্তার উপর। অথচ, খানাখন্দের এই রাস্তায় যাতায়াত করতে গিয়ে প্রতিদিন নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কখনো উল্টে যাচ্ছে টোটো বা অটো, কোথাও সাইকেল কিংবা বাইকের চাকা গর্তে পড়ে জখম হচ্ছেন যাত্রীরা।
অবস্থা এমন দাঁড়িয়েছে যে যাত্রীরা দ্বিগুণ ভাড়া দিতে রাজি হলেও অনেক টোটো ও অটোচালক এই রাস্তায় আসতে চাইছেন না। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনকে জানানো হলেও মেলে শুধু আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি। এমনকি প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করলেও, এখনও পর্যন্ত সারাইয়ের কাজ হয়নি।
ক্ষুব্ধ সাধারণ মানুষের প্রশ্ন আর কতদিন এভাবে ঝুঁকি নিয়ে চলতে হবে এই ভাঙা রাস্তায়? কখন মিলবে সঠিক পদক্ষেপ? চলুক অনন্তের অপেক্ষা।