Published by Subrata Halder, 18 June 2025, 11:24 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
আইনি লড়াইয়ে ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মামলায় হেরে আইপিএল টুর্নামেন্টের কোচি টাস্কার্স কেরালাকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে ৫৩৮ কোটি টাকা। মুম্বাই হাইকোর্টের বিচারপতি রিয়াজ ইকবাল চাগলা এই নির্দেশ দিয়েছেন।
ঘটনার সূত্রপাত ২০১১ সালে। কোচি টাস্কার্স কেরালার সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছিল বিসিসিআই। প্রথমে যাদের মালিকানা ছিল রন্দেভ্যু স্পোর্টস বা আরএসডব্লুর, পরে কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডের বা কেসিপিএল এর হাতে আসে। বোর্ডের তরফ থেকে বলা হয়, আইপিএলে খেলার জন্য ওই বছরের মার্চের মধ্যে যে ব্যাঙ্ক নিরাপত্তা দিতে হয়, তা কোচির মালিকরা দিতে পারেনি। এই জন্য সংস্থার জামানত তুলে নেয় বিসিসিআই।
বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেসিপিএল ও আরএসডব্লু, দুজনেই বিশেষ সালিসিতে আবেদন জানায়। তাতে ২০১৫ সালে তারাই জয় পায়। এবং সেই সালিশিতে রায় আসে যে, আরএসডব্লুকে ১৫৩ কোটি ও কেসিপিএলকে ৩৮৪ কোটি টাকা সুদ সহ ফেরত দিতে হবে বিসিসিআইকে।
ভারতীয় বোর্ড এই রায়ের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে আপিল করে। বোর্ড দাবি করে যে তারা বৈধভাবে ফ্র্যাঞ্চাইজি বাতিল করেছিল এবং গ্যারান্টির ব্যর্থতা চুক্তিভঙ্গের সমতুল্য। বোর্ড আরও বলে, ক্ষতিপূরণের পরিমাণ চুক্তির মূল শর্তের তুলনায় অতিরিক্ত এবং আরএসডব্লু’র সালিশির আবেদন ভারতীয় অংশীদারিত্ব আইনের পরিপন্থী।
এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টে আবেদন করে বিসিসিআই। বোর্ডের যুক্তি ছিল, কোচির দুই মালিক পক্ষই ব্যাঙ্ক জামানতের শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। তা ছাড়া ক্ষতিপূরণের অঙ্ক মূল চুক্তির থেকে অনেক বেশি। আগের সালিসির আইনি বৈধতাও চ্যালেঞ্জ করা হয় বোর্ডের পক্ষ থেকে। যদিও মুম্বাই হাইকোর্ট বিসিসিআইয়ের আবেদন খারিজ করে দিয়েছে।