Published by Subrata Halder, 18 June 2025, 11:13 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ইংল্যান্ড সফরে সে দেশে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডে পৌঁছলেন ভারতীয় টি ২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে খেলার জন্য নয় চিকিৎসা করাতে। টিম ইন্ডিয়ার টি ২০ দলের অধিনায়ক হার্নিয়ার চিকিৎসা করাতে লন্ডনে উড়ে পৌঁছলেন। আগামী কয়েক সপ্তাহে লন্ডনেই থাকবেন। ভারতের সামনে আপাতত কোনও সাদা বলের সিরিজ নেই। তাই চিকিৎসার আদর্শ সময় এটি। নিজের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত সূর্যকুমারের। আগামী সপ্তাহে তার চিকিৎসা শুরু হওয়ার কথা। তবে, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে প্রায় দু’মাস সময় লাগবে। সেই হিসেবে
অগস্টের পর থেকেই ভারতের সাদা বলের সিরিজ শুরু হবে। প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ় রয়েছে। এর পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলবে ভারত। তারপর যাবে অস্ট্রেলিয়ায়।
একদিনের ম্যাচে সূর্যর খেলা অনিশ্চিত হলেও, টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। ২৬ শে আগস্ট থেকে শুরু হবে এই সিরিজ়। তার আগেই সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘমেয়াদি ফিটনেসের জন্য হার্নিয়া সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন সূর্য
বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে। আগস্ট সেপ্টেম্বরে ভারতের পরবর্তী টি ২০ সিরিজ রয়েছে। তার আগে সূর্য যদি এখনই চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া শুরু করেন, তাহলে তাকে পুরোপুরি ফিট হয়ে ফিরে আসার যথেষ্ট সময় দেওয়া সম্ভব হবে। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তিনি রিহ্যাব করবেন।
আইপিএলে ভাল ফর্মে ছিলেন সূর্যকুমার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৬ ম্যাচে ৭১৭ রান করেছেন। স্ট্রাইক রেট ছিল ১৬৭.৯ । দ্বিতীয় কোয়ালিফায়ারে পঞ্জাবের কাছে হেরে ছিটকে যায় মুম্বই। এরপর মুম্বই টি ২০ লিগে খেলেন সূর্য।