বাংলা ফুটবলের তৃণমূল স্তরে উন্নয়নের লক্ষ্যে বছরের শুরুতেই আইএফএর নজির সৃষ্টিকারী পদক্ষেপ।

একসঙ্গে তিনটি অ্যাকাডেমি শুরু করার পরিকল্পনা। নদীয়া জেলা পরিষদের সহযোগিতায় কৃষ্ণনগর, তেহট্ট ও পলাশীতে শুরু হতে চলেছে এই অ্যাকাডেমিগুলি। অনূর্ধ্ব -১২ বয়সের জেলার ক্ষুদে প্রতিভাদের নিয়ে শুরু হতে চলেছে এই অ্যাকাডেমি। এই অ্যাকাডেমিতে আই এফএ একজন গ্রাসরুট এক্সপার্ট কোচের সঙ্গে একাধিক কোচ নিয়োগ করবে। যারা ক্ষুদে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন।অন্যান্য সমস্ত বিষয় নদীয়া জেলা পরিষদ দেখভাল করবে।
এখান থেকে প্রতিভাবানদের বেছে নিয়ে পরবর্তীকালে আবাসিক অ্যাকাডেমির পরিকল্পনা রয়েছে।এই প্রকল্পকে পাইলট প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, জেলায় ছড়িয়ে থাকা প্রতিভা খুঁজে পাওয়া যাবে। এই জেলায় প্রকল্প সফল হলে অন্যান্য জেলায় এই প্রকল্প ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। নদীয়া জেলা পরিষদ সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, নদীয়া জেলায় প্রতিভার অভাব নেই। অভাব নেই পরিকাঠামোর। প্রয়োজন ছিল প্রতিভা বিকাশের উপযুক্ত মঞ্চের। আইএফএর সহযোগিতায় এই উদ্যোগের ফলে এই জেলা থেকে প্রচুর প্রতিভা খুঁজে পাওয়া যাবে।শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত ও নদীয়া জেলা পরিষদ সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কর্মাধক্য বিধান চন্দ্র মন্ডল এবং ডি এস এ প্রতিনিধি অর্ধেন্দু ঘোষ।