সিবিআই তদন্তে রুষ্ট হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভয়ার পরিবার

সিবিআই তদন্তে রুষ্ট হয়ে কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি কর হাসপাতালের ধর্ষিতা ও খুন হওয়া মহিলা চিকিৎসকের পরিবারের লোকজন। সেই আবেদন অবশ্য নাকচ করে দিয়েছিল আদালত। হাইকোর্টের প্রশ্ন ছিল, দেশের সর্বোচ্চ আদালতের মনিটরিংয়ে তদন্ত হচ্ছে, তাই নতুন করে এই মামলা শুনতে রাজি নয় হাইকোর্ট। এবার সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মৃত চিকিৎসকের পরিবার। শুক্রবার শিয়ালদহ আদালতে সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আবেদন জানায় সিবিআই। তবে তাতে অসন্তুষ্ট ওই চিকিৎসকের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, বৃহত্তর ষড়যন্ত্র এবং একাধিক ব্যক্তি খুন ও ধর্ষণের ঘটনায় যুক্ত থাকলেও সিবিআই তাদের ছাড় দিয়েছে। তাই সিবিআই তদন্তে প্রশ্ন তুলে এবার সুপ্রিমকোর্টে যাওয়ার তোড়জোড় শুরু করলেন অভয়ার বাবা-মা। তাঁদের বক্তব্য, কেবল একা ধৃত সঞ্জয় রায় ধর্ষণ ও খুনের ঘটনায় যুক্ত নয়, আরও অনেকেই জড়িত। এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। কিন্তু সিবিআই এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে। এই ঘটনায় নির্যাতিতার মায়ের কোনও সাক্ষ্য নেওয়া হয়নি। অভিযোগ অভয়ার মায়ের। সিবিআইয়ের তদন্তে বেশ কিছু গাফিলতি এবং ফাঁকফোঁকড় রয়েছে বলেও অভিযোগ ওই চিকিৎসকের পরিবারের সদস্যদের। অভয়ার বাবা জানান, এখনও যারা দোষী রয়েছে, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দেবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। হাইকোর্টে একটা শুনানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেই সুপ্রিমকোর্টে যেতে বাধ্য হচ্ছেন বলে জানান তিনি।