কাস্টমস অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার তিন

পীযুষ চক্রবর্তী,


অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল বালিগঞ্জ থানার পুলিশ। প্রথমে কম দামে কাঁচা সোনা কেনার প্রলোভন দেখানো হয় এক ব্যক্তিকে। ওই তিনজনের ফাঁদে পড়ে বেশ কয়েক লক্ষ টাকার সোনা কেনেন ওই ব্যক্তি। তবে তার পর পরই তারা ওই ব্যক্তির সঙ্গে অভিনব কায়দায় প্রতারণা শুরু করে। তারপর ওই ব্যক্তির বাড়িতে হঠাৎই তিনজন নিজেদের কাস্টমস অফিসার পরিচয় দিয়ে অভিযান চালায়। তারা ওই ব্যক্তিকে বলে, চুরি বা ডাকাতির সোনা তিনি কম দামে কেনেন। সেই খবর তাদের কাছে ছিল। তা নিশ্চিত করতেই তাকে কম দামে কাঁচা সোনা বিক্রি করার ফাঁদে ফেলা হয়। অভিযোগ যে সত্যি তা তারা হাতেনাতে প্রমাণ পেয়েছে। এই বলে ওই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ভয় দেখাতে থাকে ওই তিনজন। ভয় পেয়ে ওই ব্যক্তি তাদের ৩৫ লক্ষ টাকা দেন। পরে অবশ্য তিনি জানতে পারেন ওই তিনজন কাস্টমসের কেউ নয়। এরপরই বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ২৩ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা। যে গাড়িটি ব্যবহার করে কাস্টমস পরিচয় দিয়েছিল ওই তিনজন সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।