স্পেস ডকিং, বিরাট সাফল্য ইসরোর

বঙ্গবার্তা ডেস্কঃ মহাকাশে গবেষণার ইতিহাসে বিরাট সাফল্য পেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো। রবিবার সফলভাবে সম্পন্ন হল স্পেস ডকিং পরীক্ষায় প্রথম ধাপ।পরীক্ষার জন্য উৎক্ষেপণ হওয়া দুটি কৃত্রিম উপগ্রহকে একে অপরের কাছাকাছি নিয়ে আসা সম্ভব হল রবিবার।প্রথমে ১৫ মিটার ও পরে মাত্র ৩ মিটারের দূরত্বে আনা সম্ভব হয়েছিল তাদের।
শ্রীহরিকোটা থেকে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর ইসরোর ৯৯তম উৎক্ষেপণটি করা হয়েছিল।সেই অভিযানে পিএসএলভি সি৬০-র মাধ্যমে সফলভাবে দুটি মহাকাশযানকে একটি বৃত্তাকার কক্ষপথে নিয়ে যাওয়া হয়েছিল।তবে সেই উৎক্ষেপণের ফলে মহাকাশে যেই দু’টি স্যাটেলাইট পৌঁছেছে, সেই দু’টির ডকিং প্রক্রিয়াই এই অভিযানের মূল লক্ষ্য ছিল।
রবিবারের এই সাফল্য বিরাট মাইলফলক বলেই মনে করা হচ্ছে।স্পেডেক্স উপগ্রহের একে অপরের তোলা ছবি ও ভিডিয়ো শেয়ার করেছে ইসরো।দুটি উপগ্রহ অক্ষতও রয়েছে। ইসরো জানিয়েছে, কাছাকাছি এনে পরীক্ষার পর ফের তাদের একটা নিরাপদ দূরত্বে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর ডকিং পরীক্ষার পরবর্তী ধাপ কী হবে তা ঠিক করা হবে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
ভারতের স্পেস ডকিং এক্সপেরিমেন্টকে ডাকা হচ্ছে স্পেডেক্স অভিযান হিসেবে।এর অর্থ, পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় ২টি মহাকাশযানকে যুক্ত (ডকিং) এবং বিচ্ছিন্ন (আন ডকিং) করা। এই প্রযুক্তি আয়ত্তে এলে বিশ্বের ৪টি দেশের তালিকায় ঢুকে পড়বে ভারত। বর্তমানে আমেরিকা, রাশিয়া ও চিনের কাছে স্পেস ডকিং প্রযুক্তি রয়েছে।এর আগে গত ৭ এবং ৯ জানুয়ারি ইসরোর তরফ থেকে দু’বার ডকিংয়ের চেষ্টা চালানো হয়েছিল।তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই প্রক্রিয়া পরিত্যাগ করা হয়।