
শিলিগুড়ি – বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর অত্যাচার চরমে। একই সঙ্গে ভারতবিদ্বেষ ভয়ংকর আকার ধারণ করেছে। যার প্রতিবাদে ভারতীয়রাও পাল্টা প্রচার শুরু করেছেন। এবার রাস্তার ওপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বিরোধী পোষ্টার পড়ল শিলিগুড়িতে। শিলিগুড়ির অম্বিকানগর বাজার থেকে শুরু করে ভালোবাসা মোড় পর্যন্ত বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা যায়। যাতে হিন্দি এবং বাংলায় লেখা আছে ‘বাংলাদেশ জিহাদি সরকার।’ এই ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল শুধু শিলিগুড়ি শহর নয় শহরতলিতেও ভারত বিরোধীদের প্রতি ক্ষোভ বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর সেদেশের সরকারেরও হিন্দুবিদ্বেষ বেড়েছে বলেই সকলে মনে করছেন। এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন সিংহ জানান, আমরা বিষয়টি প্রশাসনকে জানাব। এভাবে পোস্টার সাঁটিয়ে জাতি দাঙ্গা করতে চাইছে বিজেপি। আমরা এর তীব্র ধিক্কার জানাই।