বঙ্গবার্তা ব্যুরোঃ ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ জন মাওবাদী নিহত হওয়ার খবর মিলল।একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার তথ্য উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে যে বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে ১২ জন মাওবাদী নিহত হয়েছেন। এদিন সকালে যৌথবাহিনীর একটি দল মাওবাদী বিরোধী অভিযানে বের হওয়ার সময় বন্দুকযুদ্ধ শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে গুলি বিনিময় চলে।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার জানান যে রাজ্য পুলিশের জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) তিনটি জেলার, কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন – সিআরপিএফের জঙ্গল যুদ্ধ ইউনিট) এর পাঁচটি ব্যাটালিয়ন এবং সিআরপিএফের ২২৯তম ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছিলেন। তবে এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।
নিরাপত্তা বাহিনীর কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।এই মাসেই ছত্তিশগড়ে পৃথক সংঘর্ষে ২৬ জন মাওবাদী নিহত হয়েছে।১২ জানুয়ারী, বিজাপুর জেলার ম্যাডেড থানা এলাকায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই মহিলাসহ পাঁচজন মাওবাদী নিহত হন।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১২ মাওবাদী নিহত
