
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় কন্যা সানা। শুক্রবার বেহালা চৌরাস্তার কাছে একটি বাস ধাক্কা মারে সানার গাড়িতে। তবে অল্পের জন্য রক্ষা পান প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভের মেয়ে। জানা গিয়েছে, দুটি বাস রেষারেষি করছিল। বেহালা চৌরাস্তার কাছে রায়চকগামী একটি বাস সানার গাড়িতে ধাক্কা মারে। গাড়িটি পাল্টি খাওয়ার সম্মুখীন হয়। তবে চালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। কিন্তু সানার গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। সৌরভের পরিবারের পক্ষ থেকে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়ি অপর একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল। যার কারণেই এই দুর্ঘটনা।