রুজি বাঁচাতে হকাররা পথে

Hawkers Rally in Kolkata to Safeguard Their Livelihoods

বঙ্গবার্তা ব্যুরো,

হকার দের থেকে তোলা নিয়ে বেআইনি ভাবে হকারদের বসিয়ে দেওয়ার অভিযোগ তুলল হকার সংগ্রাম কমিটি। মঙ্গলবার কলকাতা পৌর সংস্থার সামনে থেকে মিছিল করে নিউ মার্কেট থানায় ডেপুটেশন দেন সংগঠনের নেতারা।প্রাক্তন কাউন্সিলর এবং হকার সংগ্রাম কমিটির নেতা দেবাশীষ দাসের নেতৃত্বে এদিন বিক্ষোভ মিছিল করা হয় নিউ মার্কেট চত্বরে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখায় হকার সংগ্রাম কমিটির সদস্যরা। এদিন নিউ মার্কেট থানা ঘেরাও সহ ওসি হাতে ডেপুটেশন জমা দেওয়া হয়। আন্দোলন কারীদের অভিযোগ টাউন ভেন্ডিং কমিটির নিয়ম কে বুড়ো আঙুল দেখিয়ে নিউ মার্কেট অঞ্চলে চলেছে বেআইনি ভাবে হকার বসানোর কাজ। নিউ মার্কেট থানার পুলিশের একটা অংশ তোলা নিয়ে হকার বসিয়ে দিচ্ছে, বলে সংগঠনের পক্ষ থেকে দেবাশীষ দাস অভিযোগ করেন।