বঙ্গবার্তা ব্যুরো: তুরস্কের জনপ্রিয় কার্টালকায়ার স্কি রিসর্ট হোটেলে ভয়াবহ আগুনে কমপক্ষে ৬৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রাত ৩:২৭ নাগাদ বলুর কাঠের ১২-তলা গ্র্যান্ড কার্টাল হোটেলে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে তখন ২৩৪ জন অতিথি ছিলেন। শুরুর দিকে ১০ জনের মৃত্যু সংবাদ জানানো হলেও, কয়েক ঘণ্টার মধ্যে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে বলে জানায়। দুজন নিরাপদে পালাতে গিয়ে বহুতল থেকে ঝাঁপ দিয়ে মারা যান।
আগুন নিয়ন্ত্রণে আনতে ১২ ঘণ্টা লেগে যায়। চারজনকে আটক করা হয়েছে, যার মধ্যে হোটেল মালিকও আছেন।তুরস্কের স্বাস্থ্য মন্ত্রী কেমাল মেমিসওগ্লু জানিয়েছেন, ৫১ জন আহত ব্যক্তির মধ্যে একজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।তবে ১৭ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আগুনের কারণ এখনও জানা যায়নি। বলু প্রদেশের গভর্নর আবদুলআজিজ জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হোটেলের মধ্যে থাকা রেস্টুরেন্টের চতুর্থ তলায় নাগুন লাগে, তার থেকে উপর তলায় ছড়িয়ে পড়ে।
কার্টালকায়ার হোটেলটি বলুর কেন্দ্র থেকে অনেক দূরে এবং ঠান্ডা আবহাওয়ার কারণে দমকলের আসতে এক ঘণ্টারও বেশি সময় লাগে। জরুরি পরিষেবা থেকে ২৬৭ জন কর্মী ঘটনাস্থলে পাঠানো হলেও শেষরক্ষা হয় নি। হোটেলের কর্মীরা ৩০-৩৫ জনকে উদ্ধার করতে পেরেছে।
তুরস্কের জনপ্রিয় স্কি রিসর্ট হোটেলে আগুন, মৃত ৬৬
