‘সত্যানুসরণ’

ভারত! যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করিতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধাসম্পন্ন হও – আর তোমার মুর্ত্ত ও জীয়ন্ত গুরু বা ভগবানে আসক্ত হও- আর তাদেরই স্বীকার করো যারা তাঁকে ভালোবাসে। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। ভারত! যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করিতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধাসম্পন্ন হও – আর তোমার মুর্ত্ত ও জীয়ন্ত গুরু বা ভগবানে আসক্ত হও- আর তাদেরই স্বীকার করো যারা তাঁকে ভালোবাসে। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। ‘সত্যানুসরণ’
===================== “দুঃখ, কষ্ট, সংগ্রাম যত আসে, ততই ভাল।
ওর ভিতর দিয়েই মানুষ মানুষ হয়। ওগুলিকে যত অতিক্রম করে বা নিয়ন্ত্রণ ক’রে চলতে পারে, মানুষ তত বড় হয়, সুখী হয়। (আলোচনা প্রসঙ্গ ২২ খন্ড)