বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যবহৃত ‘জয় বাংলা’ স্লোগানও জাতীয় স্লোগানের তকমা হারালো ইউনূসের রাজত্বে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু মুজিবর রহমানের আবক্ষ মূর্তি ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। পাশাপাশি তাঁর যাবতীয় স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা চলছে বাংলাদেশ জুড়ে। বাংলাদেশ স্বাধীনতার সময় অর্থাৎ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুজিবর ও স্বাধীনতা সংগ্রামীদের অত্যন্ত প্রিয় হিসেবে যে স্লোগান ছিল সেই জয় বাংলা স্লোগান আর জাতীয় স্লোগান রইল না। ২০২০ সালের ১০ মার্চ শেখ হাসিনার আমলে একটি রিট আবেদনের ভিত্তিতে বাংলাদেশের হাই কোর্ট তাদের রায়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগানের মর্যাদা দিয়েছিল। হাই কোর্টের রায়ে আরও বলা হয়, যেকোনও সরকারি অনুষ্ঠানে বা স্কুলে জয় বাংলা স্লোগান ব্যবহার করা যাবে। কিন্তু হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তিকালীন সরকার। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ।প্রসঙ্গত, ২০১৭ সালে ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করার আর্জি জানিয়ে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন সে দেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার ভিত্তিতেই ওই রায় দিয়েছিল হাই কোর্ট। বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, ‘জয় বাংলা’কে আর জাতীয় স্লোগান হিসাবে গণ্য করা হবে না।’প্রসঙ্গত, ‘জয় বাংলা’ স্লোগান শেখ হাসিনার দল আওয়ামী লীগেরও অত্যন্ত প্রিয় স্লোগান হিসেবে ছিল। কিন্তু গত ৫ অগস্টের পর ‘পরিবর্তিত’ বাংলাদেশে এ বার সেই ‘জয় বাংলা’ই জাতীয় স্লোগানের তকমা হারাল।