কয়লা পাচার মামলায় চার্জ গঠন সিবিআইয়ের
অবশেষে মঙ্গলবার আসানসোলের সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হল। মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা সহ মোট ৪৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়। এর আগে বেশ কয়েকবার চার্জ গঠনের কথা থাকলেও বিশেষ কারণবশত থমকে যায়। এদিন চার্জ গঠনের সময় আদালতে লালা সহ অনেক অভিযুক্ত উপস্থিত থাকলেও যৌন হেনস্থায় ধৃত বিকাশ মিশ্র অবশ্য হাজির থাকতে পারেননি। তাঁকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয় কয়লা পাচার মামলায়।
কয়লা পাচার মামলায় সিবিআইয়ের দেওয়া চার্জশিটে মোট ৫০ জনের নাম ছিল। কিন্তু এই মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা বিনয় মিশ্র পলাতক। বিকাশের দাদা বিনয় বর্তমানে বিদেশে থাকাই তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা যায়নি। প্রসঙ্গত, এই মামলায় যে ৪৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন হল তাঁরা প্রত্যেকেই বর্তমানে শর্তসাপেক্ষ জামিনে রয়েছেন। প্রসঙ্গত, মোট ৫০ জনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিয়েছিল। সেই তালিকায় কোলিয়ারির ম্যানেজার, কর্মচারীসহ একাধিক জনের নামও রয়েছে।
