পীযূষ চক্রবর্তী: স্যালাইন কাণ্ডে মৃত্যু হল মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি রেখা সাউয়ের শিশুসন্তানের। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ মারা যায় শিশুটি। এর আগে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যু হয়েছিল মামনি রুইদাস নামে এক প্রসূতির। ওই হাসপাতালেই ভর্তি থাকা তিন প্রসূতিকে গত রবিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। মাম্পি সিং, নাসরিন খাতুন এবং মিনারা বিবিরা এখনও সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাম্পি এখনও ভেন্টিলেশনে রয়েছেন। অন্য দুই প্রসূতিকে কৃত্রিম ভাবে অক্সিজেন দিতে হচ্ছে। এই তিন প্রসূতির শারীরিক অবস্থার দিকে আলাদা নজর রয়েছে চিকিৎসার জন্য গঠিত টিমের।
এখনও বিপন্মুক্ত নন এসএসকেএম হাসপাতালে ভর্তি প্রসূতিরা
