বঙ্গবার্তা ব্যুরোঃ প্যালেস্তাইনের গাজা উপত্যকায় টানা ১৫ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর অবশেষে যুদ্ধবিরতির। আল–থানি।সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আলথানি। বুধবার রাতে দোহায় এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা ১৯ জানুয়ারি, রবিবার থেকে কার্যকর হবে।২০২৩ সালের ৭ই অক্টোবর ইজরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস জঙ্গী গোষ্ঠী। সেই হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হন, ২৫১ জনকে আটক করে বন্দী করে রাখ হয় । তারপরেই আটক নাগরিকদের ছাড়াতে
শুরু হয় ইজরায়েলের হামলা। হামাসের কাছে এখনো ৯৪ জন আটক রয়েছে বলে দাবী করেছে ইজরায়েল, যাদের মধ্যে ৩৪ জন নিহত হয়েছেন বলে অনুমান। অপরদিকে গাজায় ইজরায়েলের হামলায় ৪৬ হাজারের বেশি অধিবাসীর মৃত্যু হয়েছে।
এই চুক্তির ফলে গাজার কয়েক লক্ষ বাস্তুচ্যুত মানুষ ঘরে ফিরে যাওয়ার সুযোগ পাবে।এদিকে যুদ্ধবিরতি চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর দক্ষিণ গাজার খান ইউনিসের রাস্তায় প্যালেস্তেনীয়দের উচ্ছ্বাস করতে দেখা গেছে। মধ্য গাজার দেইর-আল বালাহতে মানুষজন উল্লাসে মেতে উঠেন। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তি হয়েছে, তারা শিগগিরই মুক্তি পাবে।
তবে এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস এলাকায় ইজরায়েলি বিমান হামলায় দুজন নিহত হয়েছে। বুধবার এক দিনে গাজায় ইসরায়েলি হামলায় ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অবশেষে যুদ্ধবিরতি, গাজায় পালাস্তানিয়দের উচ্ছ্বাস
