দাবানলে বেড়েই চলেছে মৃত্যু , পিছোতে পারে ‘গ্র্যামি’র আসর

বঙ্গবার্তা ডেস্কঃ কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল। লেলিহান আগুনে পুড়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা।সান্তা অ্যানা নামের ঝোড়ো হাওয়া যতদিন না থামছে ততদিন এই দাবানল ঠেকানো মুশকিল বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন।
লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরুর ছ’ দিন পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আসেনি।সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমলেও ফের তা আবার বাড়তে পারে বলে পূর্বাভাস মেলায় দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।লস অ্যাঞ্জেলেসের চারটি সক্রিয় দাবানলের মধ্যে প্যালেসেইডস বনাঞ্চলের আগুন আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে।


দাবানলের আগুনে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের বড় অংশ কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। দাবানলে প্রাণহানির সংখ্যা রবিবার পর্যন্ত ২৪–এ পৌঁছেছে। অন্তত ১৩ জন নিখোঁজ। প্যালিসেইডস দাবানলের আগ্রাসন ঠেকাতে ব্যাপক উদ্যোগ নেওয়া হলেও তা ক্রমশ ব্রেন্টউড এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে। আগামী কয়েক দিনে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানলের মত সংকটময় পরিস্থিতিতেও চলছে লুটপাট, কয়েকজনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে আগামী ৩ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে বসার কথা ৬৭তম গ্র্যামি পুরস্কারের আসর। তবে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, দাবানলের কারণে এ অনুষ্ঠান পিছোতে পারে। দাবানলের কারণে বাতিল করা হয়েছে গত মাসে মুক্তি পাওয়া জেনিফার লোপেজের ‘আনস্টপেবল’ ছবির প্রচার।চলতি সপ্তাহ ও আগামী সপ্তাহে বেশ কয়েকটি অনুষ্ঠানে লোপেজের থাকার কথা ছিল।