
কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ খুনের চেষ্টার মামলায় মহম্মদ আদিল হুসেন নামে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে আবু ধাবি থেকে বিমানে করে কলকাতা বিমানবন্দরে নামলে অভিবাসন দফতর তাকে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হলে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে কলকাতা পুলিশ লুকআউট নোটিস জারি করেছিল।
পুলিশ সূত্রে খবর, সুশান্তকে খুনের চেষ্টার ঘটনায় বিহারের জামুইয়ের বাসিন্দা আদিলের খোঁজে লুকআউট নোটিস জারি করেছিল পুলিশ। গত ডিসেম্বরে বিহারের বৈশালী থেকে লক্ষ্মণ শর্মা ওরফে ছোটু নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই আদিলের নাম জানতে পারেন তদন্তকারীরা। তৃণমূল কাউন্সিলর সুশান্তকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টার দিন ছোটু স্কুটার চালাচ্ছিল বলে পুলিশ দাবি করে। তবে আদিলের ভূমিকা কী ছিল তা স্পষ্ট না হওয়ায় অভিযুক্তকে জেরা করছে পুলিশ।