বঙ্গবার্তা ব্যুরো: সোমবার,৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে।কিন্তু এবার ওয়াশিংটনে তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায়, তা খোলা আকাশে করা নিরাপদ হবে না বলেই মনে করছে মার্কিন প্রশাসন। সোমবার ওয়াশিংটন ডিসিতে মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ কারণে এবার তা কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে।ক্যাপিটলের উদ্যানে নয়, বর ভবনের কক্ষে হবে শপথ গ্রহণ ও অন্যান্য বক্তৃতা পেশের কার্যসূচি। শপথ গ্রহণের অনুষ্ঠানের কুচকাওয়াজও ক্যাপিটলের ভেতরে করা হবে বলে জানা গিয়েছে। তথ্য বলছে এর আগে এরকমই প্রবল ঠান্ডার কারণে শেষবার ১৯৮৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রোনাল্ড রেগন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বনেতা সহ বিভিন্ন ধনকুবের-সহ খ্যাতনামা ব্যক্তিদের। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে মার্কিন মুলুকের খ্যাতনামা গায়িকা ক্যারি আন্ডারউডের। রয়েছে নানা জমকালো অনুষ্ঠান। ক্যাপিটল হিলের খোলা স্থানে প্রেসিডেন্টের শপথগ্রহণ দেখতে এবং ক্যাপিটল মলে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিপুল মানুষের সমাগম হয়। কিন্তু এবার ভেতরে হওয়ার কারণে তা হবে না। সোমবার ট্রাম্পের সঙ্গে শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। খবর অনুযায়ী ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ ও ক্যাপিটলে অন্যান্য অনুষ্ঠানে অংশ নিতে ২ লক্ষ ২০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।
অস্বাভাবিক ঠান্ডা, এবার ক্যাপিটল বিল্ডিংয়ে রুদ্ধদ্বার শপথ ট্রাম্পের
