বঙ্গবার্তা ব্যুরো,
শুক্রবার, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়েছিলেন আম আদমি পার্টি (আপ)-এর আট বিধায়ক। তারপর তাঁরা কী করবেন এমন জল্পনা দানা পাকানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অনুমান সত্যি করে তারা যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে।
যে আট বিধায়ক দল ছেড়েছেন, তারা হলেন – রোহিত মেহেরৌলা, নরেশ যাদব, রোহিত কুমার, রাজেশ ঋষি, মদন লাল, পবন শর্মা, ভাবনা গৌড় এবং বিএস জুন। অরবিন্দ কেজরিওয়ালের প্রতি অনাস্থা প্রকাশ করে দল ছাড়া এই আট বিধায়কের গন্তব্য কোথায় হবে, তা নিয়ে আগে থেকেই অনুমান করা হচ্ছিল। তাৎপর্যপূর্ণ ভাবে আপ এবার ২০ জন বিধায়ককে টিকিট দেয়নি। এই আট বিধায়কও সেই তালিকায় ছিলেন।
টিকিট না পেয়েই এমন কাজ,এই জল্পনার মধ্যেই এই আট বিধায়কই দাবি করেছেন যে দলের কাজকর্মে সন্তুষ্ট না হওয়ায় তারা দল ছেড়েছেন। পদত্যাগকারী বিধায়কদের দাবি আম আদমি পার্টি তার নীতিবোধ হারিয়ে ফেলেছে।দলটি এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।এই কারণেই তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।ভোটের মুখে বিধায়কদের দলত্যাগ কি আম আদমি পার্টিকে কতটা বিপাকে ফেলবে সেটাই এখন দেখার ।